কলারোয়া বঙ্গবন্ধু মহিলা ডিগ্রী কলেজের জমিতে গোয়ালঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সদরের ঐতিহ্যবাহী নারী শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব জমিতে গোয়ালঘর নির্মাণ করেছেন পাটুলী গ্রামের আবু সিদ্দীক নামে এক ব্যক্তি। বর্তমানে আবু সিদ্দীক পৌরসদরের গদখালী গ্রামে ক্রয়কৃত জমিতে বসবাস করছেন। তার জমির পাশেই মহিলা কলেজের জমিতে তিনি গোয়ালঘর নির্মাণ করে গরু পালন করছেন। এমনকি সেখানে কাঠ রাখার ঘরও স্থাপন করেছেন। তার এহেন কর্মকান্ডে বিব্রত কলেজের ম্যানেজিং কমিটি ও শিক্ষকরা।
ইতোমধ্যে কলেজ থেকে কয়েকদফা নোটিশ ও মৌখিকভাবে কলেজের জমি অবমুক্ত করার কথা বলা হলেও তিনি কারও কথায় কর্ণপাত করছেন না।
এ বিষয়ে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি এমএ ফারুক জানান, ‘আমি শারিরীক অসুস্থতার কারণে ঢাকাতে অবস্থান করছি। ইতোমধ্যে কলেজের শিক্ষকরা কয়েকদফা আমাদের জমি অবমুক্ত করার কথা আবু সিদ্দিককে বলেছেন। কিন্তু তিনি কালক্ষেপণ করছেন, জমি অবমুক্ত করছেন না। আমি ঢাকা থেকে ফিরলে পরবর্তীতে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হবে।’
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মাহবুবর রহমান গোয়ালঘর নির্মাণের সত্যতা নিশ্চিত করে জানান, ‘আবু সিদ্দীক মহিলা কলেজের জমিতে জোরপূর্বক গোয়ালঘর নির্মাণ করে গরু পালন ও কাঠঘর ঘর স্থাপন করেছেন। আমরা কলেজে কর্তৃপক্ষের নির্দেশে ৩ সদস্য বিশিষ্ট কমিটির মাধ্যমে বারংবার তাকে উচ্ছেদ করতে ব্যর্থ হচ্ছি। পরবর্তী মিটিংয়ের মাধ্যমে আমরা তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ও থানায় লিখিত অভিযোগ দায়ের করবো।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]