কলারোয়া বাজারে দীর্ঘ সময়ের যানজট যেনো প্রতিদিনের চিত্র জনদূর্ভোগে পথচারী ও যানবাহন চালকরা।
রবিবার (১১ অক্টোবর) সকাল ১০. ৩০ মিনিটের দিকে যানজট শুরু হয়ে ১১.৩০ নাগাদ শেষ হয়। দীর্ঘ ৪৫ মিনিট থেকে ১ ঘন্টার যানজটে চরম ভোগান্তিতে পড়েছিলো পথচারী ও যানবাহন চালকরা। দেখা গেছে, কলারোয়া বাজারের পশুহাট মোড় থেকে আফজালের মোড় পর্যন্ত যানজট বিস্তৃত ছিলো। বেশ কয়েকটি ভারী যানবাহন একসাথে হঠাৎ ঢুকে পড়ায় তীব্র এ যান জটের সৃষ্টি হয় বলে মনে করছেন পথচারীরা।
পথচারী ও মটরযান চালকরা জানিয়েছে ভারী যানবাহন একসাথে একের অধিক ঢুকে পড়লে যানজটের সৃষ্টি হয় সেই সাথে ট্রাফিক ব্যবস্থা দুর্বল হওয়া যানজটের জন্য দায়ী বলে মনে করছেন তারা। সেই সাথে প্রশাসনের কাছে কলারোয়া বাজারকে যানজট মুক্ত রাখার জোর দাবি জানিয়েছেন পথচারীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]