কলারোয়া বাজার ব্যবসায়ী সমিতির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় সমিতির কার্যলয়ে অনুষ্ঠিত সভায় আগামি সোমবার থেকে বাজারের সকল চায়ের দোকান রাত ১০টার মধ্যে বন্ধ করতে ও নাইট গার্ডের বেতনের মাসিক টাকা মাসের ৫ তারিখের মধ্যে পরিশোধ করার নির্দেশনা জানানো হয়। এছাড়া ব্যবসায়ীদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সমিতির সিনিয়র সহ-সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সহ-সভাপতি শহিদুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, দপ্তর সম্পাদক দিলিপ অধিকারী চান্দু, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, নির্বাহী সদস্য আসাদুজ্জামান আসাদ, আব্দুল মোমিন, মোস্তাক আহমেদসহ নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]