সাতক্ষীরায় কোবিড-১৯ পজেটিভ সনাক্ত হয়ে অসুস্থ্য অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ৫জন সাংবাদিক।
শুক্রবার (৩১ জুলাই) বাদ জুম্মা কলারোয়া রির্পোর্টাস ক্লাবের আয়োজনে তাদের সুস্থতা কামনায় সংক্ষিপ্ত পরিসরে একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে কলারোয়া রিপোটার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি দৈনিক ইত্তেফাক পত্রিকার উপজেলা প্রতিনিধি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা এডভোকেট কাজী আব্দুল্লাহিল হাবিব, সহ-সভাপতি প্রধান শিক্ষক এম এ কাশেম, কোষাধ্যক্ষ মোস্তফা হোসেন বাবলু আরো উপস্থিত ছিলেন মুজাহিদুল ইসলাম, আরিফুল হক চৌধুরী প্রমুখ।
সাতক্ষীরায় কোভিড-১৯ আক্রান্ত অসুস্থ্য সাংবাদিকরা হলেন, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জী, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান, দৈনিক ভোরের কাগজের সাতক্ষীরা প্রতিনিধি ড. দিলিপ কুমার দেব, দৈনিক মানব কণ্ঠের সাতক্ষীরা প্রতিনিধি ও আশাশুনি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও চ্যানেল ৭১’র সাতক্ষীরা প্রতিনিধি বরুণ ব্যানার্জী।
করোনা আক্রান্ত সাংবাদিকদের দ্রুত সুস্থ্যতা কামনা করে সমাপণী বক্তব্য পেশ ও দোয়া মুনাজাত পরিচালনা করেন- ক্লাবের দপ্তর সম্পাদক,জাতীয় ইমাম সমিতি কলারোয়া উপজেলার সাধারণ সম্পাদক প্রভাষক মুহা. আসাদুজ্জামান ফারুকী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : kalaroanews33@gmail.com