কলারোয়া শ্যামনগর ও দেবহাটায় র্যাবের অভিযানে ৭৪১ পিস ইয়াবাসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানী সদর দপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১ টা ১০ মিনিটের সময় কলারোয়া থানার ৫নং কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা গ্রামের রিশিপাড়া হেডমাষ্টারের বাড়ির সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ১৯৫ পিস ইয়াবাসহ কলারোয়ার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মো. জাহিদ হামান (৩০) কে হতে নাতে আটক করা হয়।
এদিকে ২২ জুন সন্ধ্যা ৬টা ১০ মিনিটের সময় শ্যামনগরর নূরনগর আশলতা মাধ্যমিক বিদ্যালয়ের মেইন গেইট সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ৪৬৭ পিস ইয়াবাসহ শ্যামনগরের রামজীবনপুর গ্রামের মৃত সলেমান গাজীর ছেলে মোঃ আব্দুল হান্নান গাজী (২৮) কে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে রাত ৯টার দিকে দেবহাটা থানার পারুলিয়া ব্রিজে ওঠার আগে “আল্লাহর দান” হোটেল সংলগ্ন পাঁকা রাস্তার উপর অভিযান চালানো হয়। এ সময় ৭৯ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় দেবহাটার খেজুরবাড়িয়া গ্রামের কাউছারের ছেলে আব্দুল আলিম (৩২) কে।
উভয় ৩টি ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]