ভাইয়ের কপালে দিলাম ফোঁটা যমের দুয়ারে পড়লো কাঁটা, যম দেয় যমুনাকে ফোঁটা আমি দি ভাইকে ফোঁটা এরি ধারাবাহিকতায় কলারোয়ার সনাতনীদের ঘরে ঘরে চলছে ভাই ফোঁটার আয়োজন। ভাই ফোঁটার এই বিশেষ দিনে তাই ভাইকে ফোঁটা দেওয়ার জন্য বোন ভাইয়ের বাড়িতে অথবা ভাই বোনের বাড়িতে উপস্থিত হয়, বোনের আর্শিরবাদ নেওয়ার জন্য।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা এই কয়েকটা কথার বাঁধনে কী সহজেই না বেঁধে ফেলা যায়, ভাই বোনের আবদার আর স্নেহের সম্পর্ককে। আর তাই ভাইফোঁটার মুহূর্তগুলি চির আনন্দের হয়ে থাকে সবার কাছেই। সারা বছর মুখিয়ে থাকা তার জন্যই।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে কলারোয়ার জয়নগর গ্রাম ঘুরে দেখা গেছে প্রতিটি সনাতন ধর্মালম্বিদের বাড়িতে ভাই ফোঁটার প্রস্তুতি চলছে। ভাই ফোঁটার প্রস্তুতি সরুপ বাটায় ধান, দুর্বা, কাঁচা হলুদ বাটা, ঘি, চন্দন, জলন্ত প্রদীপ, নানা ধরণের মিষ্টি একটি বাটায় সাজিয়ে ভাইয়ের সমূখে রেখে একে একে বোন তার ভাইয়ের কপালে ধান, দুর্বা, চন্দন, কাজল, কাঁচা হলুদ কপালে ছুইয়ে বলতে থাকে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাটা, যম দেয় যমুনাকে ফোঁটা আমি দি ভাইকে ফোঁটা, সেই সাথে তাঁদের দীর্ঘায়ু ও সুখ, সাফল্য, সমৃদ্ধি কামনা করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]