জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২১ উপলক্ষে জেলা পর্যায়ে শেখ রাসেল ডিজিটাল ল্যাব ক্যাটাগরিতে কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রথম স্থান করেছে।
১৮ অক্টোবর শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে সাতক্ষীরা জেলার সকল ডিজিটাল ল্যাবে শেখ রাসেলকে নিয়ে যে অনুষ্ঠান হয়েছে তার মধ্যে ১ম স্থান অধিকার করায় কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়কে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত একটি সন্মাননা সনদ প্রদান করা হয়েছে।
শেখ রাসেল দিবসে এই সন্মাননা সনদ প্রাপ্তির বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুর রব বলেন-এ অর্জন কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সামগ্রিক প্রচেষ্টায় ফল। এই সন্মাননা সনদ শুধু প্রতিষ্ঠানের নয়, সমগ্র কলারোয়ার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ও শিক্ষানুরাগীদের গর্বিত করেছে বলে আমি মনে করি।
এই সনদ প্রাপ্তিতে কলারোয়া উপজেলা শিক্ষা অফিসার, ইউএনও এবং জেলা প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক আব্দুর রব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]