সারাদেশের ন্যায় লটারীর মাধ্যমে কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেনীর ভর্তির কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রকাশ করা হয়েছে ফলাফল।
মঙ্গলবার (৬ জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে হাইস্কুলে প্রধান শিক্ষকের অফিস কক্ষে লটারি সম্পন্ন হয়। লটারি কার্যক্রম ফেসবুক লাইভে সরাসরি সম্প্রচারও করা হয় উপজেলা নির্বাহী অফিসারের অফিসাল ফেসবুক পেজ থেকে।
লটারি শেষে ফলাফল প্রকাশ করা হয়েছে।
লটারি কার্যক্রম অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী জেরিন কান্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল হামিদ, একাডেমিক সুপারভাইজার তাপস পাল, আইসিটি কর্মকর্তা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, সহকারী প্রধান শিক্ষক আব্দুর রকিবসহ শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্টরা।
ইউএনও মৌসুমী জেরিন কান্তা জানান, ‘এবছর জিকেএমকে পাইলট হাইস্কুল থেকে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি ফরম বিতরণ করা হয় ২৪০টি। তার মধ্যে থেকে লটারির মাধ্যমে ১২০ জন ছাত্র-ছাত্রী উত্তীর্ণ তথা মনোনীত হয়েছে। এছাড়া অতিরিক্ত ২০ জন ছাত্র-ছাত্রীকে অপেক্ষামান তালিকায় রাখা হয়েছে।’
তিনি আরো জানান, ‘লটারি মাধ্যমে প্রথম স্থান অধিকার করেছে এবিএম হাবিবুল্লাহ’র ছেলে আবুজার গিফারী।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]