প্রাথমিকে কলারোয়া উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপিঠ কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২০ সালের মডেল স্টুডেন্ট এর নাম ঘোষনা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান সাংবাদিককে জানান, ঐতিহ্যবাহী কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিগত ৫ বছর ধরে সার্বিক বিচার বিবেচনা করে ৫ম শ্রেণী থেকে একজন শিক্ষার্থীকে মডেল স্টুডেন্ট নির্বাচিত করার প্রক্রিয়া চালু রয়েছে। ৭০০ জনের অধিক শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে বর্তমানে অধ্যায়নরত, তার মধ্যে ১৫০ জন শিক্ষার্থী ৫ম শ্রেণীতে পড়ে। সার্বিক দিক দিয়ে তাদের মধ্যে বেশ প্রতিযোগিতাও বিদ্যমান।
তারই ধারাবাহিকতায় সার্বিক বিচার বিবেচনায় ৫ম শ্রেণীর ছাত্রী মিথিলা আলিফ ইমুকে ২০২০ সালের মডেল স্টুডেন্ট ঘোষনা করা হয়েছে।
তাই মডেল স্টুডেন্ট হিসাবে স্কুলের নির্ধারিত দেওয়ালে তার ছবি শোভায়িত করা হয়েছে।
প্রধান শিক্ষক মুজিবুর রহমান আরো বলেন- এখন বিশ্বব্যাপী করোনার কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বিদ্যালয় খোলার পর মিথিলা আলিফ ইমুকে ২০২০ সালের চৌকস শিক্ষার্থী হিসাবে বিদ্যালয়ের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে অভিনন্দন জানানো হবে। এই মডেল শিক্ষার্থী বাছায় প্রক্রিয়া চালু হওয়ার কারণে আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সার্বিক মান অনেক উন্নত হয়েছে বলে আমরা মনে করি।
২০১৯ সালে এই বিদ্যালয়ের মডেল স্টুডেন্ট হয়েছিলেন প্রধানমন্ত্রীর পদক প্রাপ্ত দেশ সেরা দ্বিতীয় কাব স্কাউট নোশাইবা শারমিলি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]