জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কলারোয়া সরকারী কলেজে আন্ত:বিভাগ ভলিবল প্রতিযোগীতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আন্ত:বিভাগ টুর্নামেন্টে কলেজের বিষয় ভিত্তিক অনার্স কোর্সের ৬ টি, দ্বাদশ শ্রেণীর ১ টি ও একাদশ শ্রেণীর ১ টি দলের শিক্ষার্থীরা প্রতিযোগীতায় অংশগ্রহন করেন।
৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট প্রতিযোগীতা শেষে সম্প্রতি সরকারী কলেজ ফুটবল মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় একাদশ শ্রেণী দল ২৫-২৪ পয়েন্টে দ্বাদশ শ্রেণী দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।
১২ জন খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত একাদশ শ্রেণীর দলে অধিনায়কত্ব করেন মেধাবী ছাত্র সাইফুল ইসলাম ও দ্বাদশ শ্রেণীর অধিনায়ক ছিলেন বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র আহম্মদ ইমতিয়াজ করিম উচ্ছ¡াস। খেলাটি পরিচালনা করেন হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মারুফ কবির, স্কোরার হিসাবে দায়িত্ব পালন করেন কলেজের ক্রীড়া শিক্ষক মোল্লা হারুনুর রশিদ।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন ও বক্তব্য রাখেন ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হোসেন, গণিত বিভাগের সহকারী অধ্যাপক জিএম শাহনাওয়াজ আলম, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মাসুদুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাজ্জাদ হোসেন, বাংলা বিভাগের প্রভাষক শেখ শরিফুল ইসলাম সহ শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমী দর্শকবৃন্দ।
উল্লেখ্য, কলারোয়া সরকারী কলেজের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অভিভাবক, ক্রীড়াবিদ ও সচেতন মহল অভিব্যক্তি প্রকাশ করে বলেন, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদেরকে খেলাধুলার মধ্য দিয়ে শারীরিক ও মানসিক বিকাশ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]