কলারোয়া জিকেএমকে সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীর ভর্তিতে লটারী সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (০৫ জানুয়ারী) বেলা ১২টার দিকে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার ও কলারোয়া জিকেএমকে পাইলট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মৌসুমী জেরীন কান্তা'র উপস্থিতিতে এই লটারী সম্পন্ন হয়।
সে সময়ে সেখানে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব, উপজেলা সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, একাডেমিক সুপারভাইজার বাবু তাপস কুমার প্রমুখ।
বিশ্বব্যাপী করোনার কারনে বিগত প্রায় এক বছর যাবত শিক্ষাঙ্গনে সকল প্রকার পাঠদান ও উপস্থিতির উপর দফায় দফায় নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে সরকার। তারই ধারা বাহিকতায় ২০২১ সালের ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এবছর কলারোয়া সরকারী জিকেএমকে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য ২৭ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ করেছিল ২২২ জন অভিভাবক।
কলারোয়ার একমাত্র সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের ভর্তিতে আগ্রহী সেই ২২২ জন শিক্ষার্থীদের ভর্তি ফরমের উপর লটারীতে বিদ্যালয়ের নির্দিষ্ট ১২০টি আসনের বিপরীতে ১২০ শিক্ষার্থীকে লটারীর মাধ্যমে নির্বাচিত করা হয়। ছাড়াও আরো ২০ জন শিক্ষার্থীকে সংরক্ষিত হিসাবে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]