কলারোয়ায় বিএসএইচ সিংগা মাধ্যমিক বিদ্যালয়ে যোগাযোগ দক্ষতা উন্নয়নকরণ ও বিতর্ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
কলারোয়া ডিবেটিং ক্লাবের আয়োজনে রবিবার (১০ অক্টোবর) বেলা ১২টার দিকে স্কুলের হলরুমে কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্কুলের প্রধান শিক্ষক হরি সাধন ঘোষের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি একাদশ শ্রেণীর শিক্ষার্থী শেখ আবির আহম্মেদ।
অন্যান্যদের মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, শিক্ষক সাংবাদিক দীপক শেঠ, সহকারী শিক্ষক আব্দুস সবুর, ডিবেটিং ক্লাবের উপদেষ্টা কামরুল হোসেন, ডিবেটিং ক্লাবের সদস্য শিক্ষার্থী আবিদ হোসেন, স্কুলের সহকারী শিক্ষক আব্দুল রউফ, প্রদীপ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, শফিকুল ইসলাম, স্বপন সরকার, নাসরিন আক্তার, আব্দুস সালাম, শিরিনা আক্তার, বদরুজ্জামানসহ শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা, শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ দক্ষতা উন্নয়নকরণ ও বিতর্কমূলক শিক্ষা গ্রহনের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।
পরে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগীতায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী যথাক্রমে ৮ম শ্রেণীর শিক্ষার্থী সানজিদা ইয়াসমিন জ্যোতি, তন্ময় সরকার ও মোহাম্মদ আব্দুল্যাকে পুরস্কৃত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]