কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের ইউপি সদস্য ইয়ার আলীর গরুর খাটালে আগুন লেগে ভস্মীভূত হয়েছে।
শনিবার দুপুর ১টার দিকে ইউনিয়নের গাড়াখালী গ্রামে ইউপি সদস্যর গরুর খাটালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ বিষয়ে মেম্বর ইয়ার আলী জানান, ‘আমি ওই সময় ইউনিয়ন পরিষদে ছিলাম। দুপুরের দিকে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে আগুন নিভানোর চেষ্টা করে এবং ফায়ার সার্ভিসকে খবর দেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন।’
তিনি আরো জানান, ‘ঘাটালে পানির মেশিন, আসবাবপত্র ও ঘরের চালের টিন পুড়ে গেছে। এতে প্রায় দেড় লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]