কলারোয়া সীমান্তে বিজিবি সদস্যদের অভিযানে পরিত্যক্ত অবস্থায় ১টি পিস্তলসহ ৯ রাউন্ড গুলি ও ২টি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রবিবার (৩০ মে) রাত ১ টার দিকে উপজেলার দক্ষিণ ভাদিয়ালি সীমান্তে অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ বিজিবি এর অফিসার মেজর রেজা আহমেদ এর নেতৃত্বে রবিবার মাঝ রাতে উপজেলার দক্ষিণ ভাদিয়ালি খালমুখ কবরস্থান এলাকায় অভিযান পরিচালনাকালে পরিত্যক্ত অবস্থায় ১টি (৯ মিঃ মিঃ ইউএসএ) পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ২টি খালি ম্যাগজিন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা বলে জানা যায়। এ সময় বিজিবি সদস্যরা কাউকে আটক করতে সক্ষম হয়নি।
উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও খালি ম্যাগাজিন কলারোয়া থানায় জমা দেয়া হয়েছে বলে জানা গেছে। বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ পিএসসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]