কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে ভারতীয় ১৭টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেছে বিজিবি সদস্যরা।
মঙ্গলবার বেলা ১১টার দিকে সীমান্তবর্তী কেঁড়াগাছি শ্রীশ্রী হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম এলাকা থেকে টহলরত বিজিবি সদস্যরা এগুলো উদ্ধার করলেও কেউ আটক হয়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন কাকডাঙ্গা বিওপি’র কোম্পানি কমান্ডার সুবেদার আরিফ জানান, ‘ক্যাম্পের নায়েক ফজলু'র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে ভারতীয় ১৭টি স্মার্ট মোবাইল ফোন উদ্ধার করেন। সেসময় বিজিবি'র উপস্থিতি বুঝে চোরাকারবারিরা স্মার্ট ফোনের চালানটি ফেলে পালিয়ে যায়।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]