কলারোয়া সীমান্তে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন। অভিযানের নেতৃত্বে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, উপজেলা সীমান্তবর্তী ভাদিয়ালি গ্রামের কালীবাড়ি (এম,পি ১৩/৩ এস ৮ আর বি) নামক স্থানে শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১০ টার দিকে বিজিবি জোয়ানদের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১ কেজি গাঁজাসহ উত্তর ভাদিয়ালি গ্রামের মোসলেম মোল্লার ছেলে জাহিদ হোসেন (১৯) ও একই গ্রামের মনতাজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম (১৮) কে গ্রেফতার করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু তালেব গ্রেফতারকৃত ২ মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে পুলিশের মাধ্যমে সাতক্ষীরা কারাগারে প্রেরণ করেন।
উল্লেখ্য পরবর্তীতে মাদক মামলা পরিচালনার ক্ষেত্রে পরিমানমত গাঁজার নমুনা সংরক্ষণ করে উদ্ধারকৃত গাঁজার অবশিষ্ট অংশ জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]