কলারোয়া সীমান্তে বিজিবি জোয়ানরা অভিযান চালিয়ে বাংলাদেশী টাকা অবৈধভাবে ভারতে পাচারকালে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
কাঁকডাঙ্গা বিজিবি ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার (১০ আগস্ট) বেলা ২টার দিকে কাঁকডাঙ্গা বিওপি’র হাবিলদার নূর আলমের নেতৃত্বে সঙ্গীয় জোয়ানরা সীমান্তে টহলকালে গোপন সংবাদের ভিত্তিতে কেঁড়াগাছি ইউনিয়নের কাঁকডাঙ্গা আমতলী নামকস্থানে গাড়াখালি গ্রামের মৃত আকবর আলীর ছেলে ইব্রাহীম (৫৬)কে আটক করে। আটকের পর তার দেহ তল্লাশি করে ২লাখ ৫৫হাজার টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে বিজিবি সদস্য বাদী হয়ে ”বাংলাদেশী টাকা ভারতে অবৈধভাবে পাচারের অপরাধে কলারোয়া থানায় একটি মামলা (৬/১০-০৮-২০) দায়ের করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]