কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১টি মোটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী সবুজ আলীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আটক সবুজ আলী (২৮) উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বাকসা কাহারপাড়া এলাকার সাফ্ফার আলীর পুত্র।
সাতক্ষীরা ৩৩ বিজিবি'র কাকডাঙ্গা বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি'র কাকডাঙ্গা বিওপি ক্যাম্পের হাবিলদার নূরে আলমের নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার সীমান্তবর্তী কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার-বাকসা এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ১টি হিরো সিডি ডিলাক্স মোটরসাইকেলসহ ওই মাদক বহনকারী সবুজকে আটক করে।
বিজিবি'র কাকডাঙ্গা বিওপির কোম্পানি কমান্ডার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]