সাতক্ষীরার কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের শপথ নিলেন-নব-নির্বাচিত কর্মকর্তা ও সদস্যবৃন্দ। রোববার (৪এপ্রিল) বিকালে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিস কক্ষে ওই শপথ অনুষ্ঠিত হয়। শপথ বাক্য পাঠ করান-কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব এ্যাড. মিজানুর রহমান।
এসময় সেখানে উপস্থিত ছিলেন-কলারোয়া শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অধ্যাপক শেখ জাভিদ হাসান। শপথ গ্রহন অনুষ্ঠানে অংগ্রহন করেন-কলারোয়া সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সভাপতি-সিরাজুল ইসলাম সিরাজ, বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক ও জনপ্রিয় শ্রমিকনেতা আব্দুর রহিম, সহ-সভাপতি অহিদুজ্জামান, শেখ আজাহারুল ইসলাম ছোট, যুগ্ম সাধারণ সম্পাদক মোক্তার হোসেন, সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, লাল্টু হোসেন, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান আলী, প্রচার সম্পাদক কামাল হোসেন, সড়ক সম্পাদক আলাউদ্দিন, দপ্তর সম্পাদক আবু মহিত ও নির্বাহী সদস্য আবদার আলী প্রমুখ।
উল্লেখ্য- গত ২৭ মার্চ কলারোয়া সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]