কলারোয়ার চেড়াঘাট গ্রামের ভ্যানচালক দিনমুজুর নেছার আলী (৫০) সড়ক দুর্ঘটনায় আহত হন।
বুধবার (১৮ আগস্ট) পৌরসদরে ট্রলির সাথে এক্সিডেন্ট করে তার পায়ের রগ (Tendo Achiles) ছিড়ে যায়।
কলারোয়া উপজেলা হাসপাতালে আনলে তাকে এখানে চিকিৎসা দিয়ে রগ রিপেয়ার করা হয়েছে, যা এর আগে কখনও কলারোয়া হাসপাতালে হয়নি। এমন অপারেশন উপজেলা হাসপাতালে হয়না, কোনদিন হয়নি ইতিপূর্বে, এই প্রথম হলো।
প্রথম এই অপারেশন করেন সাতক্ষীরার কলারোয়ার কামারআলী গ্রামের কৃতি সন্তান ডাক্তার তানবীর সিদ্দিকী বিসিএস (স্বাস্থ্য), এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ) এমএস (কোর্স, নিউরোসার্জারি, ঢাকা মেডিকেল কলেজ) এফসিপিএস (সার্জারি, শেষ পর্ব) মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
অসহায় গরীব ভ্যান চালক চিকিৎসা পেয়ে শত কষ্টের মধ্যেই আনন্দে আছেন বলেও জানান। রোগী বলেন এত বড় অপরেশন আমি করতে পারতাম না এই ডাক্তার সাহেব না করলে আমি গরীব মানুষ কোথায় পেতাম টাকা পয়সা। সাথে সাথে নিজের জন্য ও ডাক্তারের জন্য দোয়া করেন অসুস্থ বৃদ্ধ মানুষটি সবার কাছে দোয়া চেয়েছেন। এ বিষয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মেডিকেল অফিসার ডা. তানবীর সিদ্দিকীর কাছে জানতে চাইলে বলেন, নিজের উপজেলা হাসপাতালে অপরেশন করে নিজের কাছে খুবই ভালো লাগছে, আরও ভাল লাগছে গরীব ভ্যান চালক এখন অনেক সুস্থ তাকে নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আর আমি সবসময় চেষ্টা করি হাসপাতালে ভাল মানের চিকিৎস্যা সেবা নিশ্চিত করতে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]