সাতক্ষীরার কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান।
করোনা পরীক্ষার জন্য কলারোয়া হাসপাতালে আসার আহবান জানিয়ে তিনি বলেন, 'ইতোমধ্যে কলারোয়া হাসপাতালে রেপিড এন্টিজেন কিটস দিয়ে করোনা পরীক্ষা শুরু করা হয়েছে। এখানেই আধা ঘন্টার মধ্যে ফলাফল পাওয়া যাবে।'
তিনি জানান, ‘এই প্রথম রেপিড এন্টিজেন কিটস দিয়ে বৃহষ্পতিবার কলারোয়ায় ৫৩ জনের নুমনা পরীক্ষা করে ২০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।’
ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘বর্তমানে অনেকের সিজেন্যাল ফ্লু বা মৌসুমজনিত জ্বর-সর্দি-কাশি হতে পারে। আবার করোনা উপসর্গেও হতে পারে। সুতরাং টেস্ট করালে পরিষ্কার হওয়া যাবে।'
করোনা সংক্রমণ প্রতিরোধে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার উপর গুরুত্বারোপ করেন তিনি।
রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষার ফলাফলে বৃহষ্পতিবার করোনা শনাক্তরা হলেন- সোনাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের হাসান রেজা (৩৩), তার স্ত্রী সাবেকুন নাহার (২৭), সোনাবাড়িয়া গ্রামের আব্দুর রহিম (৫৫), কুশোডাঙ্গা ইউনিয়নের রায়টা গ্রামের নজরুল ইসলাম (৪৫), ধানঘোরা গ্রামের সেলিনা হোসেন (৫৫), বাকুরা গ্রামের আনোয়ারা (৪৮), আটুলিয়া গ্রামের মফিজুল ইসলাম (৪০), লাঙ্গলঝাড়া ইউনিয়নের শহীদুজ্জামান (৩০), পৌরসভার তুলশীডাঙ্গা গ্রামের লুৎফর রহমান (৫৭), তাহমিনা (৩৭), নূর আমীন (৪৭), ইউএনও অফিসের পরিমল কুমার (৩৪), মির্জাপুর গ্রামের রফিকুল ইসলাম (৪৯), কয়লা ইউনিয়নের আলাইপুর গ্রামের শেখ কামরুল আলম (৩২), কয়লা গ্রামের আদনান (৭), একই গ্রামের রাবেয়া আক্তার (৪৩), শ্রীপতিপুর গ্রামের ফারহানা (১৯), হেলাতলা ইউনিয়নের গণপতিপুর গ্রামের জিয়াউর রহমান (৩৪), ব্রজবাকসা গ্রামের আশরাফ আলী (৫৫) ও তানজিয়ারা খাতুন (৩৫)
এদিকে, বুধবার একদিনেই ৪৩ জনের নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা শনাক্ত হয়েছিলেন।
একসাথে এতো বেশি সংখ্যক শনাক্তের ঘটনা কলারোয়ায় এটিই প্রথম। বাদ যাচ্ছে না ছোট শিশুরাও।
গত কয়েকদিনেরর রিপোর্টে দেখা গেছে, ৪ বছর বয়স থেকে বৃদ্ধসহ সব বয়সী মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (এইচ.আই) গোলাম সরোয়ার জানান, ‘স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। তা না হলে সংক্রমণ উর্ধ্বমুখী হতে থাকবে। কেউ করোনা উপসর্গের আভাস পেলে বা সন্দেহ হলে কলারোয়া হাসপাতালে এসে রেপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষা করিয়ে নিতে পারেন। স্বল্প সময়ের মধ্যেই ফলাফল জানিয়ে দেয়া হচ্ছে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]