কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: কলারোয়ার শিক্ষক সমাজ সহ সকলকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেলেন বিনয়ী, সদালাপী, নির্মোহ, প্রচারবিমুখ এক গুণী শিক্ষক বদরুজ্জামান (৫৬)।
সাবেক এই শিক্ষক নেতা বুধবার রাত পৌনে ৮ টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, আত্মীয়-স্বজনসহ অগণিত শিক্ষার্থী রেখে গেছেন।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।
কলারোয়ার ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন তিনি। তাঁর সহধর্মিণী মোছা. রেজওয়ানা কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের সহকারী শিক্ষক।
তিনি উপজেলার দক্ষিণ ভাদিয়ালি গ্রামের মরহুম আব্দুল ওহাবের পুত্র ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়ার ভাতিজা।
মরহুম বদরুজ্জামান উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
বৃহস্পতিবার সকাল ৯টায় কলারোয়া আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণে প্রথম ও সকাল ১১টায় উপজেলার সীমান্তবর্তী ভাদিয়ালি মাধ্যমিক বিদ্যালয় ময়দানে দ্বিতীয় নামাজে জানাজা শেষে নিজ জন্মভূমি ভাদিয়ালি গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবসহ বিভিন্ন রাজনৈতিক, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষক নেতা বদরুজ্জামানের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]