প্রাথমিকের কাব স্কাউটের বিভাগ সেরার স্বীকৃতি পেলো কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
বাংলাদেশ কাব স্কাউট খুলনা অঞ্চলের আঞ্চলিক সম্পাদক ও উপ পরিচালক এ এইচ এম মহসিন স্বাক্ষরিত একটি চিঠি কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরাবর প্রেরণ করেছে।
চিঠিতে বলা হয়েছে "ক্যাবিং সম্প্রসারনে জেলার মধ্যে সর্বোচ্চ সংখ্যক শাপলা কাব তৈরী করায় (২০১৭ হতে ২০১৯ সাল পর্যন্ত) শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়" এর স্বীকৃতি অর্জন করায় বাংলাদেশ স্কাউট খুলনা অঞ্চলের পক্ষ থেকে সাতক্ষীরা জেলার কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১০ হাজার টাকার একটি চেক প্রদান করা হলো।
এ বিষয়ে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনুপ কুমার বলেন- এই বিদ্যালয়ের শাপলা কাব প্রাপ্ত শিক্ষার্থী, অভিভাবক এবং সকল শিক্ষকদের সামগ্রিক চেষ্টায় এটা সম্ভব হয়েছে। আগামীতেও এর ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]