ভারতে আটক ২৬৫ জন বাংলাদেশি তাবলিগ জামাত সদস্যের মধ্যে ১৪ জনকে ৪০ দিন কারাভোগ শেষে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ।শুক্রবার রাত ১১টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে ২৬৫ জন তাবলিগ জামাত সদস্য ভারতে যান। এসময় ভারতে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় তাদের বিরুদ্ধে করোনার সংক্রমণ ছড়ানোর অভিযোগ এনে বিভিন্ন সময় আটক করে ভারতীয় পুলিশ। এর ১৪ মধ্যে জন ছাড়া পেয়ে দেশে ফিরেছেন।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান বলেন, ফেরত আসা তাবলিগ সদস্যরা করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য ইমিগ্রেশন মেডিকেল অফিসে পাঠানো হয়েছে। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তাদের যশোরের গাজীর দরগায় ১৪ দিনের জন্য প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]