উপজেলার ১নং কৃষ্ণনগরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সরকারি অনুদানের ভূয়া কার্ড বিতরনের অভিযোগ উঠেছে।
জানা গেছে, শুক্রবার (২৬ নভেম্বর) ১নং ও ৮নং ওয়ার্ড সহ ইউনিয়নটির বিভিন্ন ওয়ার্ডে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্য আফসার উদ্দিন ও বর্তমান চেয়ারম্যান কন্যা ২৮ নভেম্বর ইউপি নির্বাচনে লাঙ্গল প্রতিকের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাফিয়া পারভীনের কর্মীরা বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের সরকারি অনুদানের, সিল সই বিহিন কার্ড বিতরণ করে, লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট দেওয়ার জন্য আহবান জানান।
কার্ডগুলোতে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার সিল থাকলেও সই নেই আবার কোনটাতে সিল এবং সই কোনটাই নেই। এরুপ অসংগতী পূর্ণ হওয়ায় কার্ড গুলোকে ভূয়া হিসেবেই বিবেচনা করছে অনেকেই।
এ বিষয়ে মেম্বর আফসার উদ্দিন কার্ড বিতরণের সত্যতা স্বীকার করে বলেন, এটা চেয়ারম্যান সাহেবের লোকজন করেছে, এখানে আমার কোন সংশ্লিষ্টতা নেই।
সাফিয়া পারভীনের সাথে যোগাযোগ করা হলে তিনি কার্ড বিতরনের ঘটনাটি অস্বীকার করে বলেন, ইউপিতে আমার গণজোয়ার ও জয়জয়কার দেখে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হিংসায় এমনটা প্রচার করছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবদুল্লাহ আল মামুনের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নির্বাচনী কাজের ব্যস্ততা দেখিয়ে এ বিষয়ে কথা বলতে অসম্মতি জানিয়ে লাইনটি বিচ্ছিন্ন করে দেন।
বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নির্বাচনকে সামনে রেখে লাঙ্গল প্রতিকের পক্ষে, সিল সই বিহীন কার্ড বিতরণে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা নির্বাচনের মাত্র ২ দিন আগে এ ধরনের সিল সই বিহিন কার্ড বিতরণের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]