কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চত্তরে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১০টায় করোনা ভাইরাস প্রতিরোধে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের দিক নির্দেশনায় ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালা অনুষ্ঠানটিতে ইউপি চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির প্রতিনিধি জাতীয় পার্টির নেত্রী ও সমাজ সেবক সাফিয়া পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সিফাত উদ্দীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন, করোনা এক্সপার্ট টিমের এডমিন ও কো-অর্ডিনেটর সেলিম সাহরিয়ার।
এসময় আরও উপস্থিত ছিলেন করোনা এক্সপার্ট টিমের উপজেলা সদস্য আহম্মাদ উল্যাহ বাচ্চু, সাংবাদিক হাফিজুর রহমান শিমুল, ইউপি সদস্য জবেদ আলী, আফসার আলী, নুরুল হক, রাশেদা খলিল ও কৃষ্ণনগর ইউপির করোনা এক্সপার্ট টিমের সকল সদস্যবৃন্দ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কৃষ্ণনগর ইউপির করোনা এক্সপার্ট টিমের টিম লিডার ডাঃ সালাউদ্দিন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]