বুধবার (৮ ডিসেম্বর) সন্ধ্যা থেকে মধ্যরাত্রি ব্যাপী প্রয়াত চেয়ারম্যান কে, এম মোশাররফ হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্য রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মোশাররফ কন্যা ও নব-নির্বাচিত কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান সাফিয়া পারভীন এর সার্বিক সহযোগিতায় প্রয়াত চেয়ারম্যান মোশাররফের প্রতিষ্ঠিত দারুল ইহসান জামে মসজিদ প্রাঙ্গনে দোয়া অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আবু সাঈদ এর সভাপতিত্বে মোঃ আবু রায়হান এর সঞ্চালনায় মাগরিব নামাজ পরবর্তি সময় থেকে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানটি শুরু হয়।
উক্ত দোয়া মিলাদ মাহফিলে আলোচনা পেশ করেন মাওঃ আবুল হায়াত, মাওঃ সিদ্দিক হাসান, মাওঃ আইয়ুব আলী , পল্লী চিকিৎসক মাওঃ আইয়ুব হাসান প্রমুখ ।
উক্ত মিলাদ মাহফিলে প্রয়াত চেয়ারম্যান কে, এম ,মোশারফ হোসেনের ভক্ত বৃন্দ সহ গুনাগ্রহীরা উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল শেষে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওঃ সিদ্দিক হাসান।
অনুষ্ঠান শেষে মুসল্লীদের মাঝে তাবারক পরিবেশন করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]