কালিগঞ্জের নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যান লিমিটেডের উদ্যোগে এবং বালিয়াডাঙ্গা সুন্নী যুব ফোরার্ম এর সার্বিক সহযোগিতায় বুধবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে দিনভর ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
ক্যাম্পটি পরিচালিত হয় বালিয়াডাঙ্গা হাইস্কুল মাঠের দক্ষিণ পাশে গ্রাম্য ডাক্তার সালাউদ্দিন এর চেম্বারে।
এ সময় স্বাস্থ্যসেবা প্রদান করেন ডাঃ মোঃ নাইমুল ইসলাম (এম. বি. বি.এস (ঢাবি) পিজিটি (মেডিসিন) সি. সি. ডি (বারডেম) ডি ও সি ডায়াবেটিস ও মেডিসিন অভিজ্ঞ)।
ক্যাম্পে উপস্থিত ছিলেন নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যানের পরিচালক মোঃ মিলন হোসেন ও অফিস এক্সিকিউটিভ অফিসার শেখ মারুফ হোসেন।
ক্যাম্পে এলাকার দুই শতাধিক নারী, পুরুষ ও বয়োবৃদ্ধ সকলের স্বাস্থ্য সেবা নেওয়ার লক্ষ্যে ও আগামী দিনের সুস্থতা কামনায় ফ্রি মেডিকেল ও ডায়াবেটিস ক্যাম্পে স্বতঃস্ফূর্তভাবে আসেন।
নলতা ডায়াবেটিস এন্ড সিটি স্ক্যান লিমিটেড পরিচালক মোঃ মিলন হোসেন বলেন, আমাদের এই ফ্রী মেডিকেল ডায়াবেটিস ক্যাম্পেইন অব্যাহত থাকবে এবং গরিব দুঃখী অসহায় মানুষদের চিকিৎসা সেবা প্রদান করবো।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গা সুন্নী যুব ফোরার্মের সভাপতি গ্রাম্য ডাঃ মো সালাউদ্দিন, মোঃ আলাউদ্দিন, নুরুজামান প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]