কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কৃষ্ণনগর বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেছেন নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন।
শনিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুর ২ টায় ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ব্যবসায়ী মিজানুর রহমান এর সঞ্চলনায় গত ১৫ ফেব্রুয়ারি রাতে বাজারের অনন্যা গার্মেন্টস আগুনে পুড়ে যাওয়ার ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের বাজার কেন্দ্রীক সমস্যা, সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
এসময় ব্যবসায়ীদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে বাজার কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করা হয়। তাৎক্ষণিক ভাবে বাজার কমিটি করার লক্ষ্যে ৭ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আঞ্চলিক প্রেস ক্লাব কৃষ্ণনগরের সভাপতি মাস্টার আফজাল হোসেন, ইউপি সদস্য জামাল ফারুক, ইউপি সদস্য নুর হোসেন, ইউপি সদস্য সাইফুল ইসলাম, ইউপি সদস্য রুহুল কুদ্দুস, ইউপি সদস্য আঃ গফফার, ইউপি সদস্য হুসাইন, ইউপি সদস্যা নাদিরা সুলতানা, ইউপি সদস্যা সাজিদা পারভীন, বাজারের সব ধরনের ব্যবসায়ীরা, সাংবাদিক বৃন্দ, গ্রাম পুলিশ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]