"মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ রোধ ও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকলিমা খাতুন লাকির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিট পুলিশিং কার্যালয়ের শুভ উদ্বোধন করেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন।
প্রধান অতিথির বক্তব্যে থানার অফিসার ইনচার্জ বলেন, অপরাধ দমন এবং পুলিশের সেবা বাড়িতে বাড়িতে দ্রুত পৌছায়ে দেওয়ার লক্ষ্য এ কার্যক্রম চালু করা হয়েছে। এই এলাকার বিট পুলিশিং এ দায়িত্বরত পুলিশ অফিসার এস আই তরিকুল ইসলাম ও এ এস আই জামালের নেতৃত্বে ইউনিয়নের সকল প্রকার পুলিশি সেবা প্রদান করা হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশের আইজিপি বেনজির আহমেদ এই বিট পুলিশিং কার্যক্রম শুরু করেছেন। যা শুধু কালিগঞ্জ উপজেলাতে নয় দেশে প্রতিটি গ্রামে গ্রামে এই কার্যক্রম ইতেমধ্যে শুরু হয়েছে।
বিট পুলিশিং এর মাধ্যমে জনগণের বাড়ি বাড়ি পৌছে যাবে পুলিশি সেবা বলেও জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস আই অর্পনা বিশ্বাস, ইউপি সচীব রাজবিহারী রাজু, চেয়ারম্যান কন্যা ও সমাজসেবক সাফিয়া পারভীন, প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, ইউপি সদস্য জবেদ আলী, নুরুল হক, মোমতাজুল ইসলাম, শাইফুল ইসলাম, আফসার আলী, শফিকুল ইসলাম, রাশেদা খলিল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]