মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকালে কৃষাণ মজদুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা বিএনপির উদ্যোগে কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ বাস্তবায়িত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলি বক্স গাইনের সভাপতিত্বে সমাবেশটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এস এম সেলিম আহম্মেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস এম বাবু, উপজেলা যুবদলের আহবায়ক আলাউদ্দিন সোহেল, যুগ্ন আহবায়ক কাজি রাব্বি, জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাজু আহম্মেদ জাকির, উপজেলা ছাত্র দলের আহবায়ক ছাদ্দাম ফারহাদ, উপজেলা ছাত্র দলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম (শহিদ), ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ গাইন, নলতা ইউনিয়ন বিএনপি নেতা কিসমোতুল্লাহ বারি প্রমুখ।
বক্তাগন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা: শহিদুল আলমের শুভেচ্ছা ও সালাম জানিয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান।
কর্মী সমাবেশে ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের কর্মী-সমার্থকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]