আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩য় ধাপে কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যাদের মাঝে শুক্রবার (১২ই নভেম্বর) প্রতিক বরাদ্দের দেওয়া হয়েছে।
ইউনিয়নটিতে মোট ভোটারের সংখ্যা ২২ হাজার ১ শ ৯ জন এর মধ্যে পুরুষ ভোটার ১১ হাজার ২শ ৫৬ জন এবং মহিলা ভোটারের সংখ্যা ১০ হাজার ৮শ ৫৩ জন ভোটার তাদের ভোট দিয়ে একজন চেয়ারম্যান, ৯ জন সাধারণ সদস্য ও ৩ জন সংরক্ষিত মহিলা সদস্যা নির্বাচিত করবেন।
একজন চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার বিপরীতে লোড়বে ৮ জন প্রার্থী।
চূড়ান্তভাবে চেয়ারম্যান প্রার্থী হিসাবে জাতীয় পার্টির লাঙ্গল সাফিয়া পারভীন, বিএনপির সমার্থিত সতন্ত্র ঘোড়া জি,এম রবিউল্যাহ বাহার, আওয়ামী লীগের নৌকা শ্যামলী রানী অধিকারী, সতন্ত্র আনারস আব্দুর রহমান মোল্লা, সতন্ত্র মোটরসাইকেল রওশান আলী কাগুচী, ইসলামী আন্দোলনের হাত পাখা শাহাজান কবীর শানু, সতন্ত্র চশমা নজরুল ইসলাম এবং সতন্ত্র অটোরিকশা আশানুর রহমান প্রতিক পেয়েছেন বলে নিশ্চিত করেছেন দায়িত্ব প্রাপ্ত রির্টানিং অফিসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ।
প্রতিক বরাদ্দের ঘোষণা পাওয়ার পরপরি ইউনিয়নের প্রতিটি বাজার, মহল্লা, পাড়ায় পাড়ায় প্রার্থীদের পোস্ট টানানোর হিড়িক পড়তে দেখা গেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]