কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রতীকের প্রার্থী শ্যামলী রানী অধিকারী বোমা হামলার শিকার হয়েছে।
ঘটনাটি ঘটেছে রবিবার (২১ নভেম্বর) দিবাগত রাত ৯ টার দিকে ইউনিয়নের শ্মশান ঘাট সংলগ্ন চৌরাস্তার মোড়ে ।
এ ঘটনায় শ্যামলী রানী অধিকারী কে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ।
জানা যায়, শ্যামলী রানী অধিকারী ইউনিয়নের ৪নং ওয়ার্ড এর নেংগী গ্রাম থেকে সভা সমাবেশ শেষে তার সফর সঙ্গীদের সাথে নিয়ে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে শ্মশান ঘাট নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে তিনি আহত হন।
ঘটনার সত্যতা জানতে চাইলে শ্যামলী রানী অধিকারী প্রতিবেদক জানায়, আমি নেংগী গ্রাম থেকে সভা সমাবেশ শেষে বাড়ি ফিরছিলাম। পথিমধ্যে শ্মশানঘাট নামক স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা আমাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে আমি মোটর সাইকেল থেকে পড়ে যাই এবং জ্ঞান হারাই। পরে আমার সাথীরা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমি এখনো পর্যন্ত কোনো অভিযোগ থানায় দায়ের করি নি।
উল্লেখ্য, কিছুদিন আগেও তার বাড়িতে দুর্বৃত্তরা বোমা হামলার ঘটনা ঘটায়।
ইউনিয়নটিতে বারবার বোমা হামলার ঘটনা ঘটায় এলাকার মানুষেরা আতঙ্কগ্রস্ত অবস্থায় জীবনযাপন করছে। ঘটনাটির তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]