কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর শাখার কৃষি ব্যাংক দীর্ঘ ২ সপ্তাহ পর বুধবার (২৮ এপ্রিল) থেকে স্বাস্থ্য বিধি মেনে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত পুনরায় লেনদেন চালু হতে যাচ্ছে।
ব্যাংক চালুর ব্যাপারে শাখাটির ব্যবস্থাপক শেখ হাবিবুল্লাহ বলেন, দীর্ঘ ২ সপ্তাহ ব্যাংকের লেনদেন বাংলাদেশ ব্যাংকের নির্দেশে সাময়িক বন্ধ থাকায় এলাকার জনসাধারণ ভোগান্তিতে পড়ার কারনে আমরা উদ্ধোতন কর্মকর্তাদের জানিয়ে এবং তাদের নির্দেশনায় বুধবার থেকে লেনদেন শুরু করতে যাচ্ছি।
তাছাড়াও এই করোনা ভাইরাস মহামারী পরিস্থিতিতে ব্যাংক সেবা গ্রহণ কারী সকলকে স্বাস্থ্য বিধি মেনে মাস্ক পরিধান করে লেনদেনের আমন্ত্রণ জানিয়েছেন ব্যাংকটি ব্যবস্থাপক।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]