সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গুতিয়াখালি খাল নেট পাটা দিয়ে রাতারাতি দখল করার অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে গত (২০ মার্চ) বৃহস্পতিবার রাত ৮টার সময় কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর মৌজার বালা পোতা সংলগ্ন গুতিয়াখালী খালে। দখলকারীরা পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান হোসেন এবং কালিগঞ্জ থানার চম্পাফুল ইউনিয়নের চেয়ারম্যান মোজামের পরস্পর সহযোগিতায় খাল দখল এর কথা বললেও বিষয়টি তারা অস্বীকার করেন।
এ প্রসঙ্গে চেয়ারম্যান মোজাম্মেল হক গাইন খাল দখল সম্পর্কে কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।
গত ৩দিন ধরে এই দখল কার্যক্রম চালালেও স্থানীয় তহাসিলদার সুদিন এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজাহার আলী কিছুই জানেন না বলে সাংবাদিকদের জানান।
তবে বিষয়টি নিয়ে ২/১দিনের মধ্যে অভিযান চালিয়ে অবৈধ নেট পাঠা অপসারণের সময় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। প্রায় ৩৩ একর এর গুতিয়াখালী সরকারি খাস খালটি ১২৮৩ /৭২ -৭৩ নং ইজারা কেসে দীর্ঘদিন যাবত খালটি ইজার দেওয়া হত। দুই পক্ষের বিরোধ কে কেন্দ্র করে গত ২বছর যাবত জনগণের জন্য খালটি উন্মুক্ত রেখে পানি সরানোর ব্যবস্থা করা হয়।
এই সুযোগে পার্শ্ববর্তী আশাশুনি থানার একটি গ্রুপ দখল করে নিয়েছে বলে আশেপাশের ভুক্তভোগী গ্রামবাসী জানান।
এই অবৈধ দখলদারের হাত থেকে খালটি অপসারণের জন্য এলাকাবাসী জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]