কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের ছাত্র-ছাত্রীদের নবীন বরণ ও ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ মার্চ) সকাল ১০ টায় মাদ্রাসার হলরুমে ইংরেজি প্রভাষক মোঃ জুবাইর ইসলামের সঞ্চালনায় মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুল কাদীর হেলালীর সভাপতিত্বে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
নবীন বরণ অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন বাংলা প্রভাষক ও দৈনিক শার্শা বার্তার উপজেলা প্রতিনিধি মোঃ নুরুল আমিন, আরবি প্রভাষক শহিদুল্লাহ, আরবি প্রভাষক ফরিদ উদ্দিন আল মাসুদ, ইসলামের ইতিহাস প্রভাষক আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, সহকারী শিক্ষক শেখ মোঃ হাবিবুর রহমান, সহকারী শিক্ষক মোঃ আসাদুল্লাহ প্রমুখ।
নবীন ছাত্র-ছাত্রীদের ফুলের তোড়া, কলম এবং চকলেট দিয়ে বরন করে নেওয়া হয়।
এসময় মাদ্রাসায় নতুন এনটিআরসিএ কর্তৃক নিয়োগ সুপারিশকৃত ৫ জন শিক্ষক-শিক্ষিকাদেরকেও ফুল দিয়ে বরন করা হয়।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা সকল স্তরের শিক্ষক-কর্মচারী, সকল স্তরের ছাত্র-ছাত্রী, সাংবাদিক প্রমুখ।
ছবক ও দোয়া মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মোঃ আব্দুল কাদীর হেলালী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]