সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অর্ধসহস্রাধিক হত দরিদ্র সাধারণ মানুষের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে পবিত্র রমজানের উপহার।
মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সাদামাঠা আয়োজনে প্রয়াত আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর প্রতি দোয়া কামনা করে সুশৃংখলভাবে শুরু হয় এ আয়োজন।
উপহার প্রদানের আয়োজক ব্যবসায়ী আলহাজ¦ জাহিদুল হক বলেন, উপহার, যাকাত, দান দেয়ার নিয়ম হলো একহাত দিলে নিজের অন্যহাতও জানবে না। তারপরও আমাদের ভুল হয়ে যায়। তার বাবা দাদা আমল থেকে তারা নিয়ম করে পবিত্র রমজানের উপহার ও ঈদের উপহার তারা দিয়ে থাকেন।
তারা যেন হাজী বাড়ি থেকে এই সাধারণ কাজটি নিয়মিত করে যেতে পারেন তার জন্য দোয়া চান সব মানুষের কাছে।
উপহার প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সাইফুল বারী সফু ও সুকুমার দাস বাচ্চু, আহছানিয়া মিশনের কর্মকর্তা মো: ইঊনুস আলী।
অনুষ্ঠানে দোয়া পাঠ করেন মাও: আরাফাত আলী।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু বলেন উপহার প্রদানের আয়োজক ব্যবসায়ী আলহাজ্ব জাহিদুল হক বংশ পরম্পরায় এই উপহার প্রদানের কাজটি করে থাকেন। পারিবারিকভাবে তাদের মধ্যে রয়েছে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার প্রয়োজনীয় জ্ঞান ও ব্যাবহারিক আচরণ।
কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু বলেন, সেবার মানসিকতা নিয়ে নলতার সামাজিক ব্যক্তিত্ব জাহিদুল হক অত্যন্ত সাধারণ মানুষ। তিনি সব সময় এধরনের সেবা করে থাকেন। এবার সেই মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন।
আহছানিয়া মিশনের কর্মকর্তা মো: শিক্ষক মো: ইউনুছ আলী বলেন, এবারে ঈদে জাহিদুল হক কতৃক সাধারণ মানুষের মধ্যে প্রদানকৃত উপহার প্যাকেজে রয়েছে প্রতিজনে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও শাড়ি লুঙ্গি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]