কালিগঞ্জের কৃষ্ণনগরের পল্লিতে দুর্ধর্ষ ডাকাতির মাধ্যমে নগদ অর্থ, স্বর্ণালংকার লুট সহ পাশ্ববর্তী রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা নষ্টের ঘটনা সংঘটিত হয়েছে।
উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দক্ষিন রঘুনাথপুর গ্রামে আব্দুর রহমান গাজীর পুত্র হাবিবুর রহমান গাজীর বাড়িতে সোমবার (৩০ মে) দিবাগত গভীর রাতে এ দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী হাবিবুর রহমান জানান, স্ত্রী ও দুই শিশু কন্যা সহ তিনি শয়ন কক্ষে ঘুমাচ্ছিলেন রাত্র ২ টা ৪০ মিনিটের দিকে জানালার গ্রীল ভেঙ্গে ডাকাত দলের ৫ সদস্য তার কক্ষে ঢুকে তাকে লোহার রড দিয়ে পায়ে আঘাত করে বেধে ফেলে এবং চিৎকার করলে মেরে ফেলার হুমকি দিয়ে জিম্মি করে রেখে বিভিন্ন কক্ষ তল্লাশি শুরু করে।
প্রায় ২৫ মিনিট যাবত তল্লাশি সহ বিভিন্ন কক্ষ তছনছ করে আলমারিতে রক্ষিত স্বর্ণের বালা, আংটি, নেকলেস, চেইন সহ প্রায় ১৩ ভরি স্বর্ণ। নগদ ২৭ হাজার ৫০০ টাকা এবং ব্যবহারিত ৩ টি মোবাইল ফোন ও তার নিজের এবং স্ত্রী ও মায়ের ৩টা জাতীয় পরিচয় পত্র নিয়ে ডাকাত দলটি পালিয়ে যায়।
একই রাত্রে পাশ্ববর্তী সোতা গ্রামের রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিসি ক্যামেরা নষ্ট ও মেমরী চুরির ঘটনা ঘটেছে।
রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ সালাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন বিদ্যালয়ের সবগুলো কক্ষের তালা ভেঙ্গে ভিতরের কাগজপত্র ও আলমারিতে রক্ষিত বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র কম্পিউটার সামগ্রী তছনছ করলেও শুধুমাত্র ৪টি সিসি ক্যামেরা নষ্ট ও হ্যাণ্ড স্কানার এবং মেমরী নিয়ে গিয়েছে চোর চক্রটি।
এ ঘটনায় স্থানীয়রা ধারনা করছেন রঘুনাথপুরের হাবিবুর রহমানের বাড়িতে হানা দেওয়া ডাকাত দলই ডাকাতি করে যাওয়ার পথে সিসি ক্যামেরার নজরদারিতে পড়ার ভয়ে, প্রাথমিক বিদ্যালয়টির ক্যামেরা নষ্ট সহ মেমরি খুলে নিয়ে গেছে।
ডাকাতির ঘটনায় হাবিবুর রহমানের বাড়িতে কালিগঞ্জ থানা পুলিশের একটি দল ভোর রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উভয় ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগিরা বলে জানা গিয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]