আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা) : সারাদেশের ন্যায় কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ আহতদের স্মরণে স্মরণসভা ও জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জহুরুল হক অডিটোরিয়ামে স্মরণসভা ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্মরণ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান। এ সময়ে জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক লফনাজ পারভিন, সিনিয়র শিক্ষক রবীন চন্দ্র লস্কার, ব্রজেন কুমার মন্ডল প্রমূখ। অনুষ্ঠান শেষে শহীদ ও আহতদের স্মরণে দোয়া পরিচালনা করেন বিদ্যালয়ের সরকারি শিক্ষক মাওলানা মোঃ হযরত আলী।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]