কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যয়ে উদ্বোধন করা হলো ‘সততা স্টোর’। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে এ স্টোরের উদ্বোধন করা হয়।
কালিগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদীন, কালিগঞ্জ থানা সিনিয়র উপ-পরিদর্শক মোহাম্মদ মাহবুব হাসান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল্লাহ ইব্রাহিম, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তহমিনা পারভীন ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব শেখ রফিকুল ইসলামসহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী এবং প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]