সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল ইউনিয়নের বালাপোতা বাবার ধাম থেকে বাবার মাথায় জল দিতে আসা দুই মহিলার নিকট থেকে দুইটি স্বর্ণের চেইন ছিনতাই কালে ছিনতাই চক্রের দুইজন সক্রিয় মহিলা সদস্যকে হাতে হাতে আটক করা হয়। ঘটনাটি ঘটেছে সোমবার (১০ এপ্রিল) সকালে।
অভিযোগ সূত্রে জানা যায়, বাশদহা গ্রামের বৃন্দাবন মজুমদারের ভার্সিটি পড়ুয়া জিতা মজুমদার (২২) ও শ্যামনগর উপজেলার কলবাড়ি গ্রামের স্কুল শিক্ষিকা কল্পনা গাইন (৩৮) এর নিকট থেকে ১৪ আনা ও ৯ আনা ৩ রতি ওজনের দুটি স্বর্ণের চেইন ছিনতাই হয়। জিতা মজুমদারের চেইন কেটে পালানোর সময় ছিনতাই চক্রের দুই মহিলা সদস্য সাজিদা ওরফে স্বপ্না(২৩) ও পারভীন (২৫) কে পালানোর সময় আটক করে। কিন্তু ছিনতাই হওয়া চেইন দুইটি উদ্ধার করা সম্ভব হয়নি।
ছিনতাই চক্রের সদস্যদের আটক করে চাম্পাফুল ইউনিয়ন পরিষদে আনলে চেয়ারম্যান মোজাম্মেল হক তাদের কালিগঞ্জ থানায় হস্তান্তর করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]