মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুরে ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে সার, বীজ ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকালে বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এসব বিতরণ করা হয়।
আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ১৩০ জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকের মাঝে ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ এবং ১০০ জন কৃষককে ৫টি করে নারিকেল চারা প্রদান করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।
এ সময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহফুজুর রহমান, ইউপি সচিব বিশ্বজিৎ অধিকারী, ইউপি সদস্য পীযুষ কান্তি রায়, গোলাম রাব্বানী, জাহিদ আলম, শেখ সিরাজুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুস সালাম, খলিল সরদার, রোজিনা পারভিন, পূর্ণিমা রানী মন্ডল, লাইলী পারভীন, লীড ফার্মার আশেক ইকবাল পাপ্পি, মাম্পি বালা, আখেরুজ্জামান ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]