কালিগঞ্জে অসুস্থ খাওয়ার অনুপযোগী গরু জবাইয়ের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে দোকান কর্মচারি আব্দুল কাদের জিলানী (২৮) নামে এক ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার শেখ লুৎফর রহমানের ছেলে।
থানা সূত্র জানা বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ফুলতলা মোড়ে কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর এলাকার দেলোয়ার কসাইয়ের ছেলে লুৎফর কসাইয়ের দোকানে মরা গরু জবাই হচ্ছে এমন খবরের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন, উপ-পরিদর্শক সেলিম রেজার নেতৃত্বে পুলিশ অভিযান পরিচালনা করেন।
এ সময় ওই দোকানে কর্মরত এলাকার শেখ গফ্ফারের ছেলে জাহাঙ্গীর আলম (৩২) ও বাবুর আলীর ছেলে লিটন হোসেন (৩৫) ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে দোকান কর্মচারি জিলানী আটক হয়। পরবর্তীতে উপজেলা কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিবুল আলম উপস্থিত হয়ে দোকান কর্মচারিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। দোকান মালিক লুৎফর রহমান, জাহাঙ্গীর আলম ও লিটনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি বলে তাদেরকে জরিমানা করা হয়নি।
সূত্রে. পত্রদূত।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]