সাতক্ষীরার কালিগঞ্জে ইদুর মারার ফাঁদে পড়ে এক জেলের মৃত্যু হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন আছেন ৩ জন।
সরেজমিন ও কালিগঞ্জ থানা সুত্রে জানা গেছে, রবিবার (৯ অক্টোবর) রাত আনুমানিক ৪ টার দিকে বানিয়াপাড়া গ্রামের শেখ আব্দুল আজিজের ঘেরে জাল দিয়ে মাছ ধরতে আসার পথে ধান ক্ষেতে ইদুর মারা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রামপদ মন্ডল (১৮) এর মৃত্যু হয়।
সে বিষ্ণুপুর ইউনিয়নের পানঘাটা গ্রামের শুনিল মন্ডলের পুত্র।
আহত হয় একই এলাকার শুনিল মন্ডল, নয়ন কুমার মন্ডল ও মানিক মন্ডল। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসারত আছে।
স্থানীয় ইউপি সদস্য জবেদ আলী জানান, বানিয়াপাড়া গ্রামের জহুরুল ইসলামের বিদুৎ লাইন থেকে একই গ্রামের শামছুর মোড়লের পুত্র আবুল হোসেন তার ধানক্ষেতে ইদুর মারার জন্য ফাঁদ পাতে। এ ফাঁদে পড়েই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহতের পিতা সুনিল মন্ডল ও আহত নয়ন মন্ডলের মাতা অর্চনা মন্ডল সুষ্ঠ বিচার দাবী করেন।
এদিকে কালিগঞ্জ থানা'র ওসি (তদন্ত) রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]