প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ৮, ২০২৫, ৫:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ
কালিগঞ্জে ইমামের মোটরসাইকেল চুরি!
কালিগঞ্জে সোনালী ব্যাংকের সামনে থেকে মসজিদের এক ইমামের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই চুরির ঘটনা ঘটে।
উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উত্তর ছনকা তালবাগান জামে মসজিদের ইমাম ও বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের বরকাতুল্লাহ গাজীর ছেলে মাওলানা আব্দুস সালাম (৩৫) জানান, তিনি ৩১ জানুয়ারী বেলা ১১ টার দিকে মোটরসাইকেল তালা মেরে রেখে সোনালী ব্যাংকে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে বাইরে এসে মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।