প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৬:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩১, ২০২৩, ১০:৩৫ অপরাহ্ণ
কালিগঞ্জে ইমামের মোটরসাইকেল চুরি!
কালিগঞ্জে সোনালী ব্যাংকের সামনে থেকে মসজিদের এক ইমামের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে এই চুরির ঘটনা ঘটে।
উপজেলার মথুরেশপুর ইউনিয়নের উত্তর ছনকা তালবাগান জামে মসজিদের ইমাম ও বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের বরকাতুল্লাহ গাজীর ছেলে মাওলানা আব্দুস সালাম (৩৫) জানান, তিনি ৩১ জানুয়ারী বেলা ১১ টার দিকে মোটরসাইকেল তালা মেরে রেখে সোনালী ব্যাংকে প্রবেশ করেন। কিছুক্ষণের মধ্যে বাইরে এসে মোটরসাইকেলটি আর খুঁজে পাননি।
চুরি হওয়া লাল রঙের হিরো স্পেলেন্ডার মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নাম্বার সাতক্ষীরা-হ ১৫-৭২৬২।
চুরির ঘটনায় থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে জানান মাওলানা আব্দুস সালাম।
দীর্ঘ ২ বছর বহু কষ্টে টাকা সঞ্চয় করে কেনা মোটরসাইকেলটি চুরি হওয়ায় অসহায় ও হতাশার মধ্যে পড়েছেন বলে তিনি জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.