সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ মফিজুল ইসলাম ওরফে বকুল (২৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার বকুল উপজেলার নলতা ইউনিয়নের মাঘরী গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
ঘটনাটি ঘটেছে (২৬ জুন) শনিবার রাত ১০ টার দিকে উপজেলার উত্তর চালতেবাড়িয়া হিজলার মোড় নামক স্থানে রাস্তার উপরে।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মাদ গোলাম মোস্তফা জানান, ‘মাদক কেনা-বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে ৪৬ পিস ইয়াবাসহ বকুলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। উক্ত ঘটনায় জিল্লুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে মামলা নাম্বার-১৯।’
আটককৃত আসামিকে (২৭ জুন) রবিবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]