প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ১:৩৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৩, ৫:৫৬ অপরাহ্ণ
কালিগঞ্জে এক গৃহবধূর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
কালিগঞ্জে স্বামী ভাটায় কাজ করতে যাওয়ায় অভাবের তাড়নায় মানসিক ভারসাম্য হারিয়ে আয়েশা সিদ্দিকা মিম (২২) নামে ১ গৃহবধূ ঘরেরআড়ায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে পরিবারের দাবি তাদের মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২৮ মার্চ) সকাল৮টার সময় সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামে পরে খবর পেয়ে থানার উপ -পরিদর্শক নকিব পানু ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত গৃহবধুর স্বামী নুরুজ্জামান পারিবার অনটনের জন্য দীর্ঘদিন যাবত ভাটায় অবস্থান্ করায় অভাবে তাড়নায় আত্মহত্যা করেছে বলে পরিবারের সদস্যরা সাংবাদিকদের জানান। তবে এ বিষয়ে থানার উপ পরিদর্শক নকিব পান্নু সাংবাদিকদের জানান, বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য ওঠায় ময়না তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]
Copyright © 2025 কলারোয়া নিউজ. All rights reserved.