‘পুলিশিই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের আয়োজনে শনিবার (২৯ অক্টোবর) সকালে কমিউনিটি পুলিশিং ডে ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘কমিউনিটি পুলিশিংয়ের মূলমন্ত্র শান্তি-শৃংখলা সর্বত্র’ -শীর্ষক প্রতিপাদ্যে আয়োজিত র্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে কালিগঞ্জ বঙ্গবন্ধু ম্যুরালের পাদদেশে গিয়ে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকনুজ্জামান, কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. হালিমুর রহমান বাবু, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আবুল কাশেম মো. আব্দুল্লাহ, ভাড়াসিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, রতনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিম আল রাজি টোকন, কালিগঞ্জ থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি কাজী কাউন্সিল ওরা সজল, সাধারণ সম্পাদক ফিরোজ কবির কাজল যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক বীর মুক্তিযুদ্ধ এস এম মমতাজ হোসেন মন্টুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য, সদস্যা গ্রাম্য চৌকিদার, দফাদার, থানা পুলিশ ও থানা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যবৃন্দ।
পরে নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলায় কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]