মরনঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসনের গঠিত মথুরেশপুর করোনা এক্সপার্ট টিমের অন্যতম সদস্য, করোনা যুদ্ধের সম্মুখ যোদ্ধা ও মানবতার সেবক জাকিয়া রাজিয়া করোনায় আক্রান্ত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে টেস্ট রিপোর্ট করোনা পজেটিভ আসে। পরে তার বাড়ি লকডাউন করা হয়।
সে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের মোস্তাফিজুর রহমানের স্ত্রী।
জানা গেছে, জাকিয়া রাজিয়া বেশ কয়েকদিন জ্বর, সর্দি-কাশিতে ভুগছিলেন। গত ৮ আগস্ট শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। বৃহস্পতিবার দুপুরে রিপোর্ট করোনা পজিটিভ আসে।
কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম (KCET) এর প্রথম করোনায় আক্রান্ত সদস্য জাকিয়া রাজিয়া।
এদিকে, মথুরেশপুর ইউনিয়ন টিম লিডার ইমরান আলীর নেতৃত্বে করোনা আক্রান্ত জাকিয়া রাজিয়ার শারীরিক খোঁজ খবর নিতে তার বাড়িতে কিছু ফল নিয়ে হাজির হন সহকারী টিম লিডার ফরিদুল কবিরসহ টিমের সদস্যবৃদ।
এসময় পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভ আসায় জাকিয়া অনুভূতি ব্যক্ত করে বলেন, এত সচেতনতার মাধ্যমে চলেও করোনা পজিটিভ হওয়ায় সে চিন্তিত নয়, বরং সুস্হ্য আছে বলে জানায়। তবে সে করোনা প্রতিরোধে সকলকে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার আহবান জানান।
অপরদিকে, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিম (KCET) এর সম্মুখ যোদ্ধ ও মানবতার সেবক জনাব জাকিয়া রাজিয়া করোনা আক্রান্ত হওয়ায় দ্রুত সুস্থ্যতা কামনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেল, কালিগঞ্জ করোনা এক্সপার্ট টিমের এডমিন সেলিম শাহরিয়ার, সদস্য এস,এম আহম্মাদ উল্ল্যাহ বাচ্চুসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]